হে দরদি!হে কর্মযোগ্যের বিধাতা!
দারুন দিপ্তি পশিলো মর্ম ভেদ করে।
তোমার করুন বুকে সহমর্মতা বিরাজমান।
অভ্রভেদি দর্প ভস্মিভুত তোমার অকিন্চনে,
এসেছো রাজবেশ ত্যাজি।এসেছো অনন্ত কালের
চেতনা মুগ্ধ বিস্মিত বক্ষে।
তোমারি চেতনার হউক রাজত্ব,দিকব্দিক শুন্যতা
রাজাসনে প্রলুপ্ত হউক।

হে সারথি!হে দিকচক্রবাল!
তোমারি অবলোকনে বিন্যাসিত হউক অবগুন্ঠিত
অনিবার্য্যতা।
নিখিল বন্দিত হউক শ্রষ্ঠার দিপ্তিমা।
বজ্রনিনাদ ধ্বনিত রবে মেঘমল্লার অন্তর্ধানে।