ঘন কালো মেঘ ছেয়েছে আকাশে,
পাগল হাওয়া বহে উল্লাসে,
'চল চপলার চকিত চমকে' দূর প্রান্তরে,
অসময়ের আঁধার ক্ষণিক হাসে ।
ছোটো ছেলেমেয়ে সব, করে কলরব -
ছুটে ফিরে আপনার গৃহপানে ।
গ্রীষ্মের দাবদাহ জুড়াতে প্রাণে -
এসেছে কালবৈশাখী এই মধ্যাহ্নে ।
নদীপারের ঐ তালগাছের সারি,
সারাদিন আকাশপানে চেয়েছিল ভারি -
ঝড়ের ভারে বারে বারে হয় অবনত,
যেন প্রণমে তারে হয়ে পরাভূত ।
জীর্ণ পুরাতন সব, এ সংসারে ছিল বাকী,
ধুলায় মিলায়ে, উড়ায়ে লয়ে -
নূতনেরে দিচ্ছে ডাক, এই কালবৈশাখী ।।