মহানগরের আকাশচুমি অট্টালিকার মাঝে,
প্রভাত রবির আবীর আলো,
পথ খুঁজে না পায় পৌঁছুতে -
আমার ছোট্টো ভালবাসার আঙিনাতে ।
মহানগরের যান্ত্রিক বিষবাষ্পে অহরহ,
হারিয়ে গেছে সবুজের সমারোহ,
শুনতে না পাই মুক্ত বাতাসের আলাপন,
ছাপিয়ে ওঠে আধুনিকতার আস্ফালন ।
মহানগরের আকাশজালের ভীড়ে,
নিঝুম সন্ধ্যায় একটী পাখী,
সাথীহারা হয়ে পথ হারিয়ে,
একাকী এসে বসেছে দাঁড়ে,
কোথায় তার সুখের নীড়,
কে বলে দেবে তারে ?