'পুরানো সেই দিনের ক্থা'
বন্ধু আমার -
আজ যে ব্ড় পরছে মনে, ক্ষ্ণে ক্ষ্ণে।
একই সাথে দিনে রাতে,
এত দিনের এই পথ চলা,
নীল আকাশের সীমানা হারিয়ে;
কখনো বৃষ্টি ভেজা মাটির গন্ধে,
বর্ষার টাপুর টুপুর খেয়ালি ছন্দে,
কখনো বা কুয়াশার আঁচলে ঢাকা,
শীতেরই মায়াবী পাখা,
কোমল উষ্ণতায় ভরে দিত,
আমাদেরই সব চাওয়া পাওয়া।
আজ এই দিনের শেষে,
মন মানেনা কিছুতে আর,
জানাতে তোমায় বিদায় সম্ভাষ্ ণ।
জানি আমি -
' যাবার যা সে যাবেই,
তাকে না খুলে দিলে দ্বার,
ক্ষ্তির সাথে মিলিয়ে বাঁধা,
করবে একাকার ' -
তাই বলি বন্ধু আমার,
ভালো থেকো, খুশী থেকো,
পাতার ভেলায় চিঠি লিখো,
যখন পড়বে আমায় তোমার মনে,
তোমার নতুন বাসার আঙিনাতে ;
বস্ বে তুমি -
চাঁদের আলোয়, সবুজ ঘাসের গালিচাতে ।
অবুঝ এই মনকে আমার,
তাই আজ দিলেম নির্বাসন ;
তোমার দেখা পাবার আশায়,
প্রতীক্ষারই ঢেউয়ের পরে,
থাক সে প্রতিক্ষণ ।।