মা'গো তুমি হঠাৎ্ কেন,
চলে গেলে এমন করে, চুপটি করে ?
এতদিন তোমার স্নেহ ছায়ায় -
হাসি খুশীর মিলন দোলায়,
ছিলেম মোরা, যেন স্বপ্ন শত শত ।
রামধনু রঙে রাঙা ছেলেবেলার দিনগুলি,
আজ কোথায় যেন হারিয়ে গেছে ;
ভবঘুরে মনটা আমার,
তারে খুঁজে বেড়ায় স্মৃতির অলিগলি ।
জানি, তোমার মমতা-আদর-ভালোবাসা -
আছে সদাই মোদের ঘিরে,
রবে এমনি নীরবে, সারাজীবন ধরে ।
যখন ধীর পায়ে নামবে আঁধার,
আমার এই পথের আলো দেবে ঢেকে,
নিকষ কালো অমানিষা,
ধ্রুবতারার মত, দূর থেকে তুমি -
দেখিও আমায় পথের দিশা ।।