সিপাহী!  সিপাহী!
নতুন মিছিল সাজাও
এখন সময় নতুন স্বদেশ গড়ার
রোষের পদভারে জাগুক মেঠোপথে ধূলিকণা!
জাগুক শহরে পিচঢালা রাজপথ!
দুঃশাসনের নাভিমূল ছিন্ন করার দৃপ্ত শপথে দ্রোহের ফুলকি ঝরাও।
শোনো, বাতাসে কান পেতে শোন যুদ্ধের হুইসেল।
কোটি কোটি প্রাণে কখন জেগেছে সংগ্রাম আমরণ
পথে প্রান্তরে রক্তের কণা আজো শুঁকে দ্যাখো মাটিতে গন্ধ ছড়ায়। 

সিপাহী! সিপাহী!
দ্রোহের মিছিল সাজাও।
আছে প্রস্তুত ব্যানার, প্ল্যাকার্ড, নিশান
আহত কবির কবিতা এবং শিল্পীর সংগীত
দুঃশাসনের শিকল ভাঙার তরে
আছে এক ঝাঁক  পূণ্যতাকামী রেঁনেসার আবাবিল
জীবনদানের প্রতিজ্ঞা লয়ে বুকে
রক্তকণিকা টগবগ করে ফোটে।
ওরা তো ডরে না লকলকে হাতকড়া
বুলেট, এটম্ব কিংবা ফাঁসির মঞ্চ
দিগন্ত কাঁপা অকালের বৈশাখে
কুসুম ফুলের ডালে ডালে ঝড়ো হাওয়া,

সিপাহী! সিপাহী! 
এখনো কিসের দেরী?মধ্যাকাশের সূর্য হাসছে এখন
এখনই সময় শুরু হোক অভিযান
ঘৃণার মন্ত্রে ফাঁপানো পূবাল হাওয়া
এখনই নামবে জনতার ঝড়ো ঢল

সিপাহী! সিপাহী!
আর দেরী নয়, এখনই সাজাও মিছিল!

রচনাকালঃ-
২৬ পৌষ ১৪২৪
ধরমপুর, রাজশাহী।