আমি তো ছিলাম একা
দিলে দেখা
শ্যামবরণী
যাদুর খনি।

ছিল না রঙের বাহার
রামধনু হার;
ছিলাম সাদা
বাউলাজাদা।

ছড়ালে হৃদয়জুড়ে
মিহি সুরে
বর্ণপ্রভা
রক্তজবা।

ছিল না শিকলবেড়া
বাঁধনছেঁড়া
আপনধারা
আপনসাড়া!

কিছু রং ছিল চুনির
নগদখুনির
আনলে ধরে
আলতা করে।

এ প্রাণে আসবে যদি
স্বর্ণবতী
হৃদয়বাগে
আসতে আগে!