ঝুমুরডাঙার খিরসাবতী নদী
বুকটি ভরা উথলে পরা স্নেহ
আমায় কাছে টানবে কি কখনো
'ভালোবাসি তোমায়' বলি যদি।

তোমার আছে জল-কুমকুমপারা
কুমুদগন্ধী রূপার পালিশ ঢেউ
উজানডাঙায় এসেছো কি রেখে
ছিটকে পরা নৈশখোপের তারা?

আমি তোমার জল ছুঁয়েছি গায়ে
ঢেউয়ের ধ্বনি কান ভরেছি প্রিয়
তোমার কোলের সবুজ মেখে নিলাম
উজার করা তারুণ্য দুই পায়ে।

আমায় নদী ভুলবে না তো? বলো
রাখবে বুকের আগলে কোমল খোপে
আমার যত সুখের প্রহর নিয়ো
দিয়ো তোমার দু চোখ ছলোছলো।