সিকি রোদে রাইমন দোলে
পানিপাতা মেঘে ভেঙে পড়ে শিলা।
দ্যুতির দোতারা ছুঁয়ে আসি;
কলাপাতা ফেটে যাওয়া হাওয়ায়
আমিও তো কিছু কথা রাখি।
কিছু কাঁটা গিলে খাই রোজই
পাখির প্রস্থে রাখি বিষণ্ন গান
অমনি ঝড়ের সাথে নাচে ন্যাড়াবন
দাঁতের দাগের কথা সেও জানে না
বেখবর জানে না এ জয়!
দীপশিখা শিয়রে আমার
আমি তাকে সবটুক জানি।
দেখি শুধু দুর্জয় সিপাহীরা ধুমকেতু নাড়ে
ধীরে দোলে ধুমকেতু জাগে
ভাঙে তবে আকাশেরই ঘুম।
সাহসীরা চন্দন ফেলেছিলো ভোরে
দুপুরে তো মুঠো ভরে আলোয়।
নিজেরা সূর্য হয়ে মাঘভরা হিমে
শীতলের ব্যারিকেডে ভাঙনের সুরে
মেলে দেয় ধীরে ঘন কুসুম কুসুম!
০৭ বৈশাখ, ১৪২৭
মোগড়া তীর, শিমুলকান্দি, নেত্রকোনা।