তোমার-
শাড়ির কুচিতে ছড়ালো কিসের মায়া
চাঁদেরে আড়াল করেছে আঁচল ছায়া।।

শিউলিরাতের বাউটি দীঘল চুলে
আকাশ কপালে চাঁদের প্রদীপ দুলে
কুয়াশার মাঘে তুমি নও আবছায়া।।

কাছে আসো আরো ধীরে
নতমুখী হও রূপের পাহাড় শিরে

সুঁই সুতো দিয়ে জুঁইফুলে গাঁথা মালা
খোঁপায় জড়িয়ে বানালে বন্দীশালা
হয়ে গেছি আমি বন্দী কয়েদী কায়া।।