পরানে দিয়েছে উঁকি শ্যামা রং ছায়া
আমারে ডেকেছে কাছে মোগড়ার মায়া
আঁচলের সৌরভী মায়ের দুচোখ
ছায়াতে লুকাবো ফের ক্লান্ত এ কায়া!
এতটা মোচরে কেন ভেঙে আসে বুক
জীবনের গ্যালারিতে ভরা এই মুখ
যখন ছলকে উঠে, বিশ্বে তো আর
কাউকে দেখি না; প্রাণে কেমন অসুখ!
মা-মাটি-নদী-গ্রাম এতটা আপন
এতটা জড়ায়ে ধরে বিরাট বাঁধন!
মহাখালী বাস টার্মিনাল, ঢাকা।
২৮ ভাদ্র, ১৪২৮