কোথায় চলেছো বয়ে সিঁথিকাটা নদী?
না জানি ঝুমকো হাওয়া দোলায় দু'কুল
ভাঙে শিলা মাটি ভরা কাঁখের কলস
কুলকুল ধ্বনি তুলে ঢেউয়ের কবুল।

দাঁড়াও শোনো ও নদী মসৃতা মুখ
ভাঙনে পিপাসা যদি জেগেছে তোমার
আমারেও ভেঙেচুরে করো চুরমার
জাগাও শব্দফুলে নয়া গুলজার!


১ বৈশাখ, ১৪২৮
শ্রীপুর, গাজীপুর।