আবু সাঈদ ফিরত যদি পথে
মুগ্ধ যদি ডাকত পানি নিয়ে
আবার যদি মিছিলময়ী শহর
চলত ছুটে তরুণরাঙা রথে!
আবার যদি ঢাকায় হতো স্লোগান
চট্টগ্রামের সাগর-পাহাড়-বনে
ক্ষিপ্ত সুরার উন্মদনা নিয়ে
কে দিবে আর তপ্ত প্রাণের যোগান?
যাত্রাবাড়ীর সূর্যে এত আগুন!
আজমপুরে সোনায় মোড়া জাওয়ান
বিশ্বরোডে বুক বিছিয়ে ডাকে
বাংলাদেশের মানুষ জাগুন জাগুন।
মিরপুরে যার খুলি গেছে উড়ে
গুলি খাওয়ার নেশা ছিল নাকি?
বাপকে ফাঁকি দিয়ে গেল রিয়া
অতলঘুমে বাবার বাহুডোরে!
টাউন হলের মোড়ে ডাউন করে
স্বৈরি তরী ডুবায় মোমেনশাহী
বরিশালের জাহাজভরা হাসি
ছড়িয়ে দেয় সারাটি দেশ ভরে।
রক্তে এত সঞ্জবনী অরুণ
করুণ হয়ে তাই কাঁদে না আঁখি
টান করে যে জোয়ান বাড়ায় সিনা
হত্যাকারীর তৃষ্ণা দিলো ফাঁকি।
কে দিবে আর এমন বাংলাদেশ
সাঈদ যদি বুক পেতে না আসে।
লক্ষতারার মানিক জ্বেলে জ্বেলে
ধারণ করি শহীদ-গাজির বেশ!