সব প্রতিবাদ আগুনেই পোড়ে, রাষ্ট্র ভেবেছে তাই।
রাত দখলের প্রতিবাদে লেখা "রাষ্ট্র বিচার চাই"।।
ধর্ষক আজ কোন রঙে আঁকা? কোন ঘর ধর্ষিতার?
কোরান-পুরাণ মিলে মিশে আজ হয়েছে পড়শী তার!
আনতে পারো জলের কামান, ভাঙতে পারো পাঁজর
দেড়শো কোটির উপত্যকা রাত জেগেছে আজও।।
কোন পতাকা জড়িয়ে বুকে ধর্ষক পেলো ঠাঁই ?
ভেঙে ফেলে সব রঙ ব্যারিকেড "রাষ্ট্র বিচার চাই"।
দশ লাখে যদি,ছেড়ে দাও গদি,আমরাও দিতে রাজি।
বুঝে গেছি আজ,ওগো মহারাজ,তোমাদের কারসাজি।।
লেখা রবে সব রাতের দোয়াব, স্রোত ভুলে গেছে কারা।
গঙ্গা যমুনা এক হয়ে তবু প্রতিবাদে দেয় সারা।।
বুদ্ধ- যীশুর গানের ভীড়ে বলছে লালন সাঁই
ভেঙে ফেলে সব রঙ ব্যারিকেড "রাষ্ট্র বিচার চাই"
২১-০৮-২০২৪ (নব বারাকপুর) Bijayratree বিজয়রাত্রী