শুধু দর কষাকষি। সময়ের পেশী।
আগল করেছে দ্বার।
চেনা সন্ন্যাসী। ধর্মে সাহসী।
ধার করে সংসার।।
বিবেকের কথা। দানের গ্রহীতা।
দীনেরে করেছে জয়।
ক্রুর সফলতা। প্রাণের সততা।
আজও ঘিরে সংশয়।।
মাখামাখি গুলো। ছুঁয়ে আছে ধুলো।
হাসাহাসি পুড়ে ছাই।
ধর্মের আলো। আতর মাখালো।
মানুষ হলনা তাই।
কোরানের বাণী। গীতার কাহিনী।
কাগজেই ভাই ভাই।
চোখের চাহনি। করে কানাকানি।
বাস্তবে কিছু নাই।।
রচনাঃ ১০-০৪-২০২১ (লেনিনগড়)
© Bijayratree বিজয়রাত্রী