তোমার জন্য প্রেম এলো না।
বদ্ধ কথার মুক্তি এলো।
যুক্তি এলো গরম ভাতের।
নরম হাতে হাত এলো না।
রাত এলো না মন বাসরে।
বৃষ্টি এলো। অঝোর ধারায়।
তোমায় দেখার ভান্ গেলো না।

তোমার জন্য প্রেম এলো না।
রাতের কাছে বিকেল এলো।
কলম এলো হাতের কাছে।
অন্ত রাতের ডাক এলো না।
বাঁক এলো না অপেক্ষাদের।
ভেজা মাটির গন্ধ এলো।
বৃষ্টি ভেজার রাত এলো না।

তোমার জন্য প্রেম এলো না।
মেঘ জমানো বৃষ্টি এলো।
সৃষ্টি এলো জল ছবিদের ।
মনখারাপের ধাৎ গেলো না।।
জাত গেলো না কলম কালির।
শব্দে মোড়া গল্প এলো।
জল্পনা'দের ফাগ এলো না।।

তোমার জন্য প্রেম এলো না
চোখের কোণে রাত্রী এলো।
যাত্রী এলো ভবিষ্যতের
অতীত বাড়ির পথ এলো না।।
রথ এলো না নতুন ভোরের
স্বপ্ন মাখা আদর এলো।
তোমায় ভোলার রাত এলো না।।
লেনিনগড় ( ১০-০৯-২২)