আমরা যারা খুব হিসেবি এখন
কোন দেওয়ালে মেলতে দেব ঘুঁটে।
সবাই তো বেশ সাদা পোশাক পরে
নিচ্ছে রঙীন উপত্যকা লুটে।।
লুট করেছে ছেলেবেলার আদর।
লুট করেছে বৃদ্ধ সময় গুলি।
আমরা যারা রঙচাদরে ঢাকা
এই দশাকেই সচ্ছ সময় বলি।
যে দশাতে দেশের চাষী একা
দেশদ্রোহিতার তকমা লাগায় বুকে।
আমরা তখন বাজেট মাথায় করে
হাসতে থাকি দিল্লী যাবার সুখে।
অসুখ যখন আছেই রাজার ঘরে
আমরা তবে সেই অসুখের ভ্রুণ।
ভোটের ব্যধি আড়ম্বরে মেখে,
ভবিষ্যতে ধরাই দেশের ঘূণ।।
ঘূণ ধরেছে অর্থনীতির পটে
ঘূণ ধরেছে শিক্ষা তরীর কাঠে।
রাত জাগছে আজকে যারা শীতে।
তারাই কিন্তু খাদ্য যোগায় পেটের।।
তাদের জন্য ধিক্কার দেড় কোটি।
দেশের বুকে জমায় যারা ক্ষত।
আমার দেশের রাজাও প্রজাপতি।
আমরা হচ্ছি মূর্খে পরিণত।।
©বিজয়রাত্রী ০৫-০২-২০২১ (লেনিনগড়)