গরম ভাতের গন্ধ থাকুক।
ছন্দ থাকুক ভবিষ্যতের।
অন্ধ রাজার কারাগারে
শিক্ষা পরুক শিশুর পাতে।
বর্মধারী কুষ্ঠি, দেশের
পুষ্টিহীনা খেলার মাঠে।
শিশু শ্রমের জীবন থেমে,
হাতে যেন কলম জোটে।
ধর্ম মাখা অস্ত্র দিয়ে
বস্ত্র ছেঁড়ে পথের শিশুর।
চোখের কোণে ভয়ের কাজল
জড়িয়ে আছে ছোট্ট যীশুর।।
আবদারী মেঘ কান্না মাখে
রান্না ঘরের শুকনো চুলায়।
পেটে'র খিদে ভাত'ই মেটায়
দিবস কি আর তাকে ভোলায়??
©
১৪-১১-২০২১ (লেনিনগড়)