মহানগরের পথ জুড়ে আজ মৃত্যু।
তবু মহানগরেই বেঁচে আছে প্রিয় বাঙালী ।
শতবর্ষের মানিক আজও নতুনের
ছেয়ে আছে এই বাংলার পাখ-পাখালি
ছুঁয়ে আছে সেই দুর্গা অপুর খেলা
ধুলা পরেনিতো সেই মানিকের গায়ে।
এই নতুনের রঙিন পৃথিবীতে
আজও বেঁচে আছে নতুনের অধ্যায় এ।।
ছেঁড়া পাতাদের ভিড় জমে আছে পথে।
এই সময়ের ফাঁকা রাস্তাও কাঁদে।
সেই ক্যমেরার আলো ঝলমলে বাঁকে
ফিরবে মানিক এই নতুনের রোদে।।
যারা চলে যায় তারা’ই তো আসে ফিরে
মানিক রয়েছে প্রতিটি প্রাণের মাঝে।
শতবর্ষের পথ বেঁয়ে হাঁটা চলা।
করে চলেছেন তিনি যে দুপুর সাঁঝে।।
কান পাতো ঠিক শুনতে পাবে দেখো।
গুপি গাইনের সেই চেনা গান গুলি।
শুনতে পাবে অপরাজিত’র হাসি।
বাঘা বাইনের স্বর্ণ মাখা ঢুলি।।
শতবর্ষের এই বন্দীত দেশে।
তারিণী খুড়োর গল্পেরা খোলা হাওয়া।
এই বিবাগী’র ক্লান্ত উপত্যকায়।
বাঙালীর মনে ফেলুদার আসা যাওয়া।।
কলেজের গেটে তালা দিয়ে গেছে ওরা
শঙ্কু তবুও থামেনি কলেজ গেটে।
গাড়ি ঘোড়া সব চুপ হয়ে আছে ভয়ে।
গবেষণা গুলো এসেছে পায়ে’ই হেঁটে।।
একশো বছরে বদলে গিয়েছে সময়।
বদলে গিয়েছে মহানগরের ভীত
বাঙালী পোশাকে ধুতি পাঞ্জাবী যেমন।
মনের পোশাকে তেমনি সত্যজীৎ।।
রচনাঃ ০১-০৫-২০২০ (লেনিনগড়)