আমার ঘরে বারুদ মাখে শিশু ।
আমার ঘরে জলচাবুকের ব্যথা।
দেশের গানে দীন বদলের যিশু ।।
তবুও সাজাই আমরা স্বাদ-হীনতা ।।

সংবিধানের বিধান পকেট পুরে।
তপ্ত রোদে পুড়ছে রঙের পাতা।
গীতা থেকে শব্দেরা যায় ঝরে।।
তবুও বাঁচাই আমরা স্বাধীনতা।।

আমার ঘরে বিকেল যখন নামে।
খুব বর্ষায় ভিজতে থাকে ছাতা।
মুখ ফিরিয়ে খবর কাগজ খামে।।
বেঁচে থাকে গল্প স্বাধীনতার।।

স্বাদ-হীনতা আমায় বেঁধে রাখে।
তিয়াত্তরের স্বাধীনতার বুকে।
রঙপেন্সিল সব কালো দেয় ঢেকে।।
দেশদ্রোহীর আলপনা রয় সুখে।।

এই যে আমি অন্ধ সময় নিয়ে।
আলোর খোঁজে হারাই প্রেমের পাতা।
স্বাদ-হীনতায় তিয়াত্তর আজ শুয়ে।।
প্রেম খুঁজেছি আমরা স্বাধীনতার।।

তবুও থাকুক মিথ্যাভাষণ গুলো।
তবুও থাকুক রক্তমাখা গলি।
এই যে সময় খুবটা এলোমেলো ।।
আমরা এ কেই স্বাধীনতা বলি।।
রচনাঃ 14-08-2019(লেনিনগড়)