কত কঠিন রৌদ্র তামাটে করেছে চামড়া
শত বৃষ্টির জলে ভিজে কৃষকের দাবি
সাদা পোশাকের নিচে নগ্ন পিশাচ যারা
তুলে দেয় হাতে উপহার পরজীবী'র।।
যার ঘর ভেঙে পরে খড়ের উঠান জুড়ে।
যারা ঘাম দিয়ে আঁকে ফসলের চেনা ছবি।
হীরক রাজের দগ্ধ এ দরবারে
তাদের দিয়েছে অধিকার পরজীবী'র।।
যাদের স্পর্শে ফসলের হয় ভোর।
যাদের লাঙলে খিদে নিবারণ চাবি।
তালা ভেঙে ঘরে মাঝরাতে হাসে চোর
মালিকের কাঁধে রেখে যায় পরজীবী।।
জং ধরা ঐ মির জাফরের ছুরি
কবরে দাবিয়ে, উঠুক সোনার রবি।
কৃষকরা হোক লাঙলের অধিকারী।
রাজা চিরকাল রয়ে যাক পরজীবী।।
©বিজয়রাত্রী ০৯-০২-২০২১ (লেনিনগড়)