কিসের অপেক্ষা রাত্রি?
আজ মনে হয়, আমি ভালবাসতে পারিনি তোকে।
তোর সাথে শুধু সময় কাটিয়েছি একাকীত্বের।
তোর কোলে মাথা রেখে, ভেসেছি সহস্র স্বপ্ন উড়ানে।
তোর শরীর থেকে ঘ্রান নিয়ে মেখেছি শরীরে ।
মিথ্যে চুম্বনে উষ্ণ করেছি তোর বিশ্বাসের দেহ।
একসাথে বিচরন করেছি অন্ধকারের পথে ।
প্রেম যেখানে শুধুই বাহ্যিক পোশাক হয়ে ছিল ।
নীল আলোর সাথে তোকে সাজিয়েছি অন্ধকারে।
আর লাল রঙের সাথে ছুড়ে ফেলেছি,ভোরের সূর্য সকালে।
তোর শরীরের প্রতিটি স্তরে স্তরে বসিয়েছি নিজেকে।
কিন্তু তোর শরীর ভেদ করে হয়তো কোনও দিন ,
তোর মনের গভীরে বেঁচে থাকা ভালবাসাকে ছুতে পারিনি।
আর তুই বলিস আমি নাকি তোর অন্তরের অর্ধাঙ্গন ।
যদি তাই হই, তবে তুই কেন আগামী ভোরের অপেক্ষা করিস রাত্রি ?
রচনাঃ লেনিনগড় (১৬-০৪-২০১৭)