লাগলো রঙের ছোঁয়া আবার বসন্তেরই সাজ।
লাল রঙা মেঘ,বসন্ত সুর, গুলির আওয়াজ।।
পিচকারী খুব মেকি লাগে, বসন্তের এই দিনে।
বারুদ মাখে ফুলের ঘরে বসন্তের এই প্রাণে ।।
পলাশ শিমূল ঝরছে শুধুই রঙিন বারান্দায় ।
বসন্ত রঙ খুব ফ্যাঁকাসে অস্ত্র'তে শান দেয়।।
রঙ মাখি রোজ তুমি আমি রঙিন সমাজ জুড়ে ।
তোমার গালে আবির জমে, আমার মৃত্যু ঘিরে ।।
সিরিয়া যখন লাল আবিরে জমিয়ে নিলো মুখ ।
আমার সমাজ ধর্ম ঘিরে আবির মেখে চুপ ।।
আমি কোনও ধর্ম-জাতী’র রঙ মাখিনি মনে ।
এ বসন্ত চাইনি আমি মৃত্যু আগমনে ।।
বসন্ত হোক রবির গানে, কৃষ্ণচূড়ার ঠোঁটে ।
রঙিন এদিন রঙেই সাজুক, রঙ না মেখে ভোটে ।।
পলাশ-শিমূল ফুটুক আবার কৃষ্ণ গানে গানে ।
বসন্ত দিন রঙেই মাতুক বসন্ত সন্মানে।।
রচনাঃ২৮-০২-১৮(লেনিনগড়)