তোমায় ছেড়ে দু-চারটে দিন কাটবে ভালোই।
সকাল সকাল খাবার নিয়ে প্রশ্ন ছাড়াই।
অফিস ঢোকার সময় জানি একই হবে।
কী খেয়েছো প্রশ্ন গুলো করবে কারা?
আমি তো বেশ মজার সাথে আড্ডা দেব।
বিয়ে বাড়ির জোগাড় গুলো গুছিয়ে নিয়ে।
কোন শার্ট'টা পড়লে আমায় মানিয়ে যাবে
নীল-সাদা না সবুজ -মেরুন কিংবা ঘিয়ে।।
এসব নিয়ে মনের ভিতর প্রশ্ন জড়ায়।
অফিস বাসে উঠলে নাকি সময় মত,
কখন তোমায় আনতে হবে ফিরতি পথে
গুগল ম্যাপে জমছে ট্রাফিক আলোর ক্ষত।।
জামার বোতাম জড়িয়ে আছে কথার ভাঁজে।
কলার ঘিরে আদর মাখা সিঁদুরদানী ।।
তোমায় ছাড়া দু-চারটে দিন ঝগড়া ভুলে।
ফোনে ফোনে করছে এমন কানাকানি।।
তোমার মত বাসতে ভালো পারিনা আমি।
ভীষন রকম কান্না দিয়ে জাপটে ধরে
আমার মতই ছাপোষা সব শব্দ ছকে
সাজিয়ে ফেলি আবোল তাবোল এ সংসারে।।
রচনা: ২৯-০১-২০২৪ ( নব বারাকপুর)