অন্ধকারে আলোর কথা আগের মতই
আগের মতই তোমার সাথে ঝগড়াঝাঁটি
ঝগড়াঝাঁটির একটু দূরেই মন রাখা থাক।
মন রাখা থাক, রাত বিরাতে এ সন্ততির।।

বিকেল গুলো জড়িয়ে পড়ে কাঁথার ভাঁজে
কাঁথার ভাঁজেই, আদিম রোদের আলোকনামা
আলোকনামা তোমার সুরেই বাঁধতে শেখা।
বাঁধতে শেখা,একশো ভুলের ক্লান্ত ক্ষমা।।

তোমার যেদিন অলস লাগে মেঘ পোয়াতে
মেঘ পোয়াতে ভীড় জমেছে পুকুর পাড়ে।
পুকুর পাড়ে জলছবিদের দোলনা দোলায়
দোলনা দোলায় আমার মনের এ সংসারে।।

মাঠের কোলে ঘাসের আদর পায়ের কাছে
পায়ের কাছে অহংকারের চূর্ণ ধুলো।
চূর্ণ ধুলো বিবর্ন হয় দিন ছোঁয়ালে
দিন ছোঁয়ালে অন্ধকারের রাত্রী এলো।।

যখন তখন জামার কলার তুলছে মাথা
তুলছে মাথা স্বপ্ন সিঁড়ির হাতল ধরে।
হাতল ধরে মাথার কাছে নদীর পাড়া
নদীর পাড়া স্রোতের গতী আড়ম্বড়ে।।

চাঁদের গায়ে রাত ফুলেদের আতর মাখা
আতর মাখা শরীর গুলো মৃত্যু বোঝে।
মৃত্যু বোঝে সৃষ্টি লতার আদর কত
আদর কত নতুন কথার গল্প খোঁজে।।

রচনা: ১৫ই মে ২০২৪( নব বারাকপুর )