মন দিয়ে বই পড় বন্দি'র বাজারে।
বকবকে মুখ গুলো চুপ রেখে পাঁজরে।।
দুষ্টুমি খুনসুটি ভাই বোন ঝগড়া।
এক বেলা করে ফেল রাগ মুখো বাঘেরা।
কোলগেট শেষ কিনা, না দেখেই ঘর কোণ।
ধুপকাঠি মোমবাতি ভুলে থেকো বাছাধন।
চায়ে'র দোকান ছেড়ে ঘরে থাকো ভাইজান।
করোনা'র থাবা খেলে বাঁচবে না প্রাণপণ।।
শিক্ষার ঝুলি নিয়ে মুর্খের জঞ্জাল।
মৃত্যুর হাসি আনে সমাজের কোন্দল।।
কবি মুখে হাসি আনে কলমের শব্দ।
বন্দী দশায় থাকে করোনা'রা জব্দ।।
একটু সামলে চলা ক'টা দিন বন্দী।
ভেঙে দেবে তোমরাই করোনা'র ফন্দি।।
কবিরাণী বেঁচে থাক কলমের প্রেমে'তে।
না হলে কবি'র দেখা হবে ফুল ফ্রেমে'তে।।
রচনাঃ ২৫-০৩-২০২০( লেনিনগড়)