পাশের পাড়া ঘুম কিনেছে শীতকাতুরে মেঘের
যাদের ঘরে ভিড় ছোঁয়াচে একলা থাকাই সুখের
বিকেল রোদে চাঁদ নেমেছে আদর মাখা ফাগে
তাদের বাড়ির উঠোন জুড়ে বসন্ত প্রেম জাগে ।।
কোন বিছানার চাদর গায়ে কার বালিশে মাথা
কোন তুলিতে ভবিষ্যতের আগুন পাখি আঁকা
তাদের প্রাণেই দুঃখ ভীষণ নিঃশ্বাসে আলপিনের
জড়িয়ে নিয়ে মিথ্যা আলো রাতের কথা শোনে।।
রাতের চোখে স্বপ্ন কেনা আলোর সাথেই ঘর
ফোন সরালে হাতের থেকে আলো'ই স্বার্থপর
মেঘের বাড়ি ভাঙছে যখন কান্না মাখে রোদে
গহনা সোনার সুক্ষতা পায় লোহার প্রতিশোধে
ভীড় করেছে রোদের ছায়া আলোর অহংকারে
কালো মেঘের জোয়ার ভাটা জীবন চুরি করে
কাদের থেকে শব্দ কেনা কাদের কাছে ধার
আলোর কালো জড়িয়ে থাকে দুজন পরস্পর
রচনা: ৩১-০৮-২০২৪ নব বারাকপুর