তোমার চোখে স্বপ্ন আমার
বোনে গহীন জাল,
ও চোখোতে চেয়ে দেখি
সুদূর জীবনকাল।
ভালোবাসার জাল পেতেছো
নশ্বর নিস্বর্গে,
চাই যেতে চাই তোমার সাথে
ভালোবাসার স্বর্গে।
তুমি আমার জীবন মরণ
তুমি আমার নেশা,
ভালোবাসাই কাজ আমার, তাই
এটাই মূল পেশা।
প্রেমিক হয়ে অনন্তকাল
গোলাপ দিতে চাই,
চাইলে তুমি মৃত্যুকূপে
প্রেম বিলাসে যাই।