বাংলা স্যারের কথা সবার আজ‌ও মনে গাঁথা,
লিখতে গিয়ে তাঁর কথা যে হৃদয়ে পাই ব্যথা।
গুরু আপন এমনি যে হন ছিলো না তো জানা,
তাঁর কাছেতে অহরহ দিতাম শুধুই হানা।

আদর, যত্ন, ভালোবাসা তাঁর কাছেই পাই,
শাসনগুলো পুষ্প ছিলো ফুলেরি গান গাই।
দিব্য চক্ষু খুলে দেখি মানবতার মন্ত্র,
সেই গুরুজী নিরেট খাঁটি মানুষ গড়া' যন্ত্র।

এমন গুরু খুঁজে পাওয়া যায় না ততো সহজে,
ছিলেন অধিক সুশিক্ষিত ধ্যানে জ্ঞানে মগজে।
তাঁর কথা যে লিখতে গিয়ে কম লিখছি খুব,
অস্তমিত রবি তখন আমারা বোবা চুপ!

ক্ষণজন্মা এই গুরুজী স্যার বিধান মৈত্র,
স্যারের দেখা আর পাবোনা জীবন ভরা চৈত্র।

(স্যারের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে লেখা)
2024.
মাত্রাবৃত্ত