শ্রাবণ ভেজা বিকেল বেলা
বসে ছিলেম বারান্দায়,
আনমনে তুমি ছাতা মাথায়
চলে গেলে নিরালায়।
তোমার আধ ভেজা বদনখানি
চেয়ে রইলাম অপলক,
তুমি তো তাকালেনা একবার
হৃদয়টা পুড়ো খাক।
নূপুর পরে সাবধানি পায়ে
চলছিলে তুমি ধীরে,
আমিতো মুগ্ধ হয়েছিলাম
তোমার যৌবন ঘিরে।
শ্রাবণ ভেজা অঙ্গ তোমার
আজও আমায় ভাবায়,
কোথায় তুমি হারিয়ে গেলে
বৃষ্টিস্নাত অবেলায়।
শ্রাবণ ধারা বুকে আজও
অবিরাম বয়ে চলে,
যখন ভাবি তোমার ছবি
অশ্রু ভেজে জলে।