রাখি বন্ধন পূর্ণিমাতে
ভাই আর বোনের মিল
এমন দিনে যায় যে ভুলে
মান অভিমান কিল।
ভাইয়ের হাতে রাখি বেঁধে
বোনের কী যে সুখ
খাওয়া দাওয়া উপহারে
হাসে তাদের মুখ।
ভাইয়ের কাছে বোনের চাওয়া
একটু ভালোবাসা
বোন ছুটে যায় ভাইয়ের দোরে
বুক ভরা তার আশা।
ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়
ভাই ও বোনের মাঝে
রাখি উৎসব স্বার্থক হবে
মনের মিলের কাজে।