পশুর হাটে যাবে খোকা
তাইতো ঘুমায় না,
কখন আবার সকাল হবে
বায়না থামায় না।
বাবা যদি ফাঁকি দিয়ে
না নিয়ে যায় তারে,
সেই ভয়টা মনের মাঝে
তাগিদ দেয় সে বারে।
কতো পশু উঠবে হাটে
কিনবে বড়টা,
পশুর দড়ি নিয়ে নাকি
হাঁটবে খোকাটা।
যত্ন করে খাবার দেবে
আনবে যে ঘাস কেটে,
এমনি ভাবে দিনগুলো তার
মজায় মজায় কাটে।
3/7/22