আজ‌ও দেখি ছলে বলে
কৃষক শ্রমিক মরে
শিক্ষিত সব ধান্দাবাজ'রা
গলা চেপে ধরে।

ঢাললে মধু পিঁপড়েরা তো
আসবে সঞ্চয় নিতে
তাদের আমি দেখছি না দোষ
এমন কর্ম হিতে।

পাতলো যারা মৃত্যু ফাঁদ অই
গুড়ের পায়েস দিয়ে
মরলো এসে বিশ্বাস করে
খাবারে বিষ খেয়ে।

মারলো যারা কৃষক শ্রমিক
মারলো পেটে লাথি
গরীবের ধন করলো চুরি
পশুদের হয় জ্ঞাতি।

রক্ত জলে সঞ্চিত ধন
করলো যারা গ্রাস
সমাজ সেবক মুখোশধারী
শিক্ষিত সব ত্রাস।

বিজন বেপারী
ঝালকাঠি সদর, ঝালকাঠি