শ্রাবণের দিন বৃষ্টি কাদাতে নদী খাল ভরা জলে,
পর্যটকের যন্ত্র নৌকা হইহুল্লোড়ে চলে।
ভাসমান হাট ভীমরুলী অই পর্যটকের ভীড়,
মৌসুম ভরা পেয়ারা বাগান প্রতিটি খালের তীর।
আদমকাঠীর পেয়ারা পার্কে হাজার মানুষ আসে,
প্রকৃতির এই সবুজ ছোঁয়ায় মন আল্হাদে ভাসে।
আমড়া গাঁয়ের কাঁচা সোনা আর সুপারি গাছের সারি,
ফল ফসলাদি ভরা মৌসুমে প্রতিটি গাঁয়ের বাড়ি।
গাঁয়ের চাষীরা সুজন অমল ঝড় বাদলে থাকেন,
তখনতো কেউ খোঁজে না তাঁদের ক্ষুধায় যদি হাঁকেন!
কী অবহেলায় বেঁচে রয় তারা হাড্ডি চ্যাপটা হয়ে,
পেয়ারা শিল্প বাঁচাতে এসো গো নতুবা যায় যে ক্ষয়ে।
বিজন বেপারী
ঝালকাঠি সদর, ঝালকাঠি
মাত্রা বৃত্ত