চাঁদনী রাতে তোমায় খুঁজি
বকুল তলার নীচে
বকুল গাছটা ঠিক‌ই আছে
বিদ্যালয়ের পিছে।

তুমি আজি কোথায় আছো
কোন সে সমুদ্দুরে
আজ‌ও আমি খুঁজে বেড়াই
শহর গেরাম ঘুরে।

হয়তো তুমি বদলে গেছো
পাক ধরেছে চুলে
আজ‌ও আমি তেমনি আছি
যায়নি তোমায় ভুলে।

চুলগুলো আজ এলোমেলো
লম্বা আমার দাড়ি
নিজের কোনো ঠিকানা নাই
পথে ঘাটে বাড়ি!