শামুক যদি পঁচা‌ও হয়
তবুও হয় ভয়,
কখন পায়ে রক্ত ঝরায়
কখন করে ক্ষয়।

যাদের জন্য রক্ত দিলাম
ঘাম ঝরলো কত,
হঠাৎ করে সব ভুলে সে
বুকে বানায় ক্ষত।

মানুষ চেনা যায়না আজি
সুযোগ নিয়ে ভাগে,
তাইতো শুধু মনের কষ্ট
মনেই শুধু জাগে।

দিনকে দিন বেড়েই চলে
অমানুষের ভীর,
সাধু সজ্জন হাজারে এক
তাঁকে‌ই মারে তীর।