মমতাময়ী মা তুমি
আমার প্রিয় নারী,
জন্ম নিলাম জঠোর ভেঙে
ছিঁড়ে তোমার নাড়ী।

জীবন সঙ্গী আজকে যেজন
সেও মহান নারী,
সারা দিনের ক্লান্তি শেষে
শান্তি খুঁজি বাড়ি।

দশ হাতে যে সংসার দ্যাখে
ছেলে-মেয়ের ভার,
কেউবা আবার দেশটা গড়ে
সুখেই জগৎ তাঁর।

মায়ের মতো বোনেরা আজ
বাঁচায় দেশ ও জাতি,
নারী তুমি সৃষ্টি সেরা
আহ্লাদে সব মাতি।

নারীর প্রতি শ্রদ্ধা জানাও
আছে শতেক ঋণ,
মা মাটি দেশ সমৃদ্ধিতে
বাড়ুক দিনকে দিন।