কিছু মানুষ দেখতে যে পাই
সমাজ এবং সংসারে
নেতিবাচক চিন্তা নিয়ে
আটকা থাকে চারধারে।
যদি বলেন, এদিক আসেন
একটু তবে থেমে যায়
বারণ করলে সেই খাবারটা
একটু তিনি বেশি খায়।
সিদ্ধান্তটা বললে তারে
দোষ কিছুটা খুঁজে পায়
যে গান গাইতে বারণ আছে
সেই গানই সে বেশি গায়।
মুখে বলেন নীতি কথা
খুঁজে দেখি উল্টো যে
এতো দেখি ইতর পশু
স্বার্থে নিয়ম বানায় সে।