বুকের মাঝে চাঁপা ব্যথা
জ্বলছে মিটি মিটি,
নিজের কাছে নিজেই ধরা
এখন আমি বুঝি।
যৌবনেরই প্রথম ক্ষনে
এসেছিলে মন দ্বারে,
তোমায় পারিনি বলতে তা
মনটা আজও কাঁদে।
জীবন যুদ্ধে নেমে এসে
দেখছি মানুষ কত,
সারা ধরার একটা হৃদয়
নেইতো তোমার মত।
বলতে পারিনি আজও তোমায়
মনের গোপন কথা,
তুমি ছিলে প্রথম প্রেম
আমার ভালোবাসা।