আমন ধানের বিশাল মাঠে
পাতি হাঁসের মেলা
মেঘ গুড়গুড় বৃষ্টি পড়ে
জমছে ওদের খেলা।

কৃষকের সেই ছোট্ট খোকা
শাপলা বিলে যায়
শাপলা তুলে কাঁধে নিয়ে
মেঠো পথে ধায়।

দোয়েল পাখি পাতার ফাঁকে
ভেজা সারা গা
ভালোবাসি শ্রাবণ ধারা
আমার সোনার গাঁ।

বিকেল বেলা রৌদ্র খরা
রংধনু রং জাগে
চেয়ে থাকে খোকন সোনা
কি যে ভালো লাগে।