আলোর পথে লোকের অভাব
ধান্ধালে সব ভরা,
আলো থাকে চুপটি করে
ওদের গলা চড়া।
পুকুর চুরি সকাল সাজে
রক্তে গ্যাছে মিশে,
মাথামোটা ক্ষেপে ওঠে
একটু উনিশ বিশে।
পরের গুণে হয়না খুশি
সমালোচক বটে,
নামটা লিখতে কলম কাঁপে
নেইতো কিছু ঘটে।
মেঘ কি পারে ঢাকতে রবি
আঁধার কালো দিয়ে?
আলো সে তো ঝলমলিয়ে
ওঠে উত্তাপ নিয়ে।