শরৎ এলেই শিশির বিন্দু
দুর্বা কমল ঘাসে
কাশবনে হয় শুভ্র মাতন
শান্ত নদীর পাশে।
নাট মন্দিরে দুগ্গা মায়ের
লেগেছে মাটির ছোপ
অসুরের বুকে ত্রিনয়নীর
ত্রিশুলের মহা কোপ।
অকাল বোধন মহালয়া দিয়ে
দেবী পক্ষের শুরু
আকাশে বাতাসে পূজার গন্ধ
খুশিতে শিষ্য-গুরু।
ঢাক বাজে অই ঢ্যাঙ কুঁড়া কুঁড়
মায়ের আরাধনায়
দলবেঁধে যায় আবালবৃদ্ধ
নাট মন্দিরে গাঁয়।