লক্ষ্মী দেবী আসবে বলে
শিউলি ফুল ফোটে
ভোর সকালে খোকাখুকি
ঘুম ভেঙ্গে তাই ওঠে।

খোকা ব্যস্ত বাজার ঘাটে
আতশবাজি নিয়ে
খুকি আঁকে আলপনা তাঁর
বাহারী রঙ দিয়ে।

উপোস মা যে সন্ধ্যে বেলায়
মায়ের ব্রত হবে
শুদ্ধমনে করলে পুজা
সেই ঘরে মা রবে।

কত্ত রাজা ফকির হলো
মায়ের চক্ষুশূলে
পথের ফকির রাজা রাণী
ভক্তিই তার মূলে।