খুলনা শহর যাচ্ছি যখন
সাহিত্য বাসরে
ভোর রাতে উঠতে হবে
ঘুম কি আসেরে?

মিনার ভাইয়ের নতুনতারা
সাহিত্য সংগঠন
কাটবে সময় কবির আড্ডায়
কাব্যিক সারাক্ষণ।

সেই আশাতে চড়লাম বাসে
সেই বরিশাল থেকে
দেইখা আইলাম রূপসা নদী
যাচ্ছে এঁকেবেঁকে।

পথের মাঝে তিনটি জেলা
মনোহর সব প্রীতি
বাগেরহাটের ষাটগম্বুজ এক
ঐতিহাসিক স্মৃতি ।

শিববাড়ি আর সোনাডাঙ্গা
ঘুরলাম গোয়ালখালি
ব‌ইমেলা অ‌ই গ্রন্থাগারে
কারও চোখেরবালি।