আকুলদি মরে গেল আজি!
শুনেছি অনেক কষ্ট পেয়েছে
শেষ জীবনের শেষ দিন গুলোতে।
শুনেছিলাম-
৭০ লক্ষ টাকা নিয়ে
অবসরে গিয়েছিলেন,
আজ ৭০ টাকার বিছানায় শুয়ে
মরে রয়েছেন পরে।
ছেলে না থাকায়
দুই মেয়ের জামাই আজ
নিয়ন্ত্রণ কর্তা।
সব শেষ তার
সব শেষ!
জীবদ্দশায় কখনো ভালো ব্যবহার
পায়নি কেউ,
এমনকি স্বামীকেও তিনি
অযথা ভুল বকতেন।
তবে স্বামী বেচারা
আগেই দিয়েছেন পাড়ি
নরকের আলয় থেকে।
একটু কী ভালো হতে
পারতেন না তিনি?
ভালো ব্যবহার, ভালোবাসা...
খুবই কঠিন কাজ?
খুব কঠিন?