বাবা মাকে রেখে বাড়ি
চাকরি করি দূরে,
মনে পড়লে তাদের কথা
মনটা কষ্টে ভরে ।
কখন কেমন সংসার চলে
জানতে যখন চাই,
আছে সবই ভুরি ভুরি
এমন উত্তর পাই।
ওসব বলে থামায় আমায়
আসলে সব মিথ্যে,
অতি কষ্টে দিন যে কাটে
বলে থাকি সুখে।
এমন ঘরের সন্তান হয়ে
ধন্য আমি নিজে,
আবার যদি মানুষ হইগো
দিও তাঁদের কোলে ।
সুখে থেকো এই কামনা
করি বারো মাস,
তোমরা আমার দুর্বলতা
বেঁচে থাকার আশ।