মথুরার কারাগারে
দিব্য শক্তি নিয়ে
জন্মেছিলে তুমি কৃষ্ণ
মধুর বার্তা দিয়ে।

কতো যে বিপদ এলো
করতে তোমায় নাশ
অবশেষে সব শত্রুরা
সাজে তোমার দাস।

কংসের অত্যাচারে
মথুরা হয় ত্রাস
মামা'কেও শাস্তি দিলে
করলে তাকে গ্রাস।

কুরুক্ষেত্রের যুদ্ধ হলো
তুমি ন্যায়ের পথে
তুমি ছিলে সারথী তাঁর
অর্জুনের‌ই রথে।

ন্যায়ের হলো বিজয় শেষে
মরলো অত্যাচারী
গাছের ডালে গলা মেলায়
বিহঙ্গ শুকসারি।