জলে ভরা খালটা দেখি
শুকিয়ে গেছে আজ,
জলের শুধু ধারাই আছে
ঠিক বরাবর মাঝ।
যৌবনে সে উথালপাথাল
দেখতে মনোহর,
তার বুক চিরে নৌকা ট্রলার
চলতো জীবনভর।
ভাটার টানে শুকিয়ে গেছে
যৌবন রসের জল,
মৃতপ্রায় যৌবনা নদী
হয়েছে আজ অচল।
মানব নদীর জোয়ার ভাটা
একদমই ঠিক এমন,
বয়সের ছাপ জেগে ওঠে
মৃত্যু হবে তেমন।