চলার পথে সকাল দুপুর
খেয়াল রাখতো যে,
পাড়ার কোনে চালা ঘরে
চুল কাটাতো সে।

পাকা চুলে অল্প দাঁতে
সত্তর ছিল বয়স,
সবার সাথে মিষ্টি হেঁসে
কথায় ভরা রস।

হঠাৎ করে বন্ধ দেখে
দিন তিনেক ধরে,
জানতে গিয়ে মাথার ওপর
আকাশ পড়লো ভেঙে।

আজ থেকে দুদিন আগে
দুপুর বেলার পরে,
হঠাৎ বুকে ব্যথা বলে
চলে গেলেন ছেড়ে।

এইতো সেদিন সেলুনে তার
গিয়েছিলাম ভোরে,
অনেক যত্নে কেটে ছিল
চুলটা ছোট করে।

এইতো জীবন এইতো মরণ
পথ চলার সঙ্গী,
মনের মাঝে বোবা কান্না
নির্ঘুম কাটে রাত্রি!