আকাশজুড়ে মেঘ করেছে
ঈশান কোণে ঐ,
ঘোড়ার বেগে ছুটবে যে ঝড়
কইরে তোরা কই?
রাস্তা ঘাটের যতো ধুলা
থাকবে সবার আগে,
এক নিমিষে পৌঁছে যাবে
গৃহের অগ্রভাগে।
গুড়িম গুড়িম ডাক দিয়ে যায়
আকাশ ভেঙ্গে আসে,
আবালবৃদ্ধ কান চেপে হায়
থাকে চুপি পাশে।
ঝালকাঠি, বরিশাল।